

যে কারনে পাকিস্তানের ভাবনায় আজম খান
সর্বশেষ আপডেট অক্টোবর ১৬, ২০২০ ইং
আমারজমিন নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মঈন খানের পুত্র আজম খান। বিধ্বংসী ব্যাটিংয়ে ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নজর কাড়তে সক্ষম হয়েছেন মঈন পুত্র। ২২ বছর বয়সী এ ব্যাটসম্যান বুধবার পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি লীগে সিন্ধের হয়ে ৪৩ বলে খেলেন ৮৮ রানের ইনিংস। টুর্নামেন্টে ১০ ম্যাচে ২৯.৭৭ গড়ে তার সংগ্রহ ২৬৮ রান। স্ট্রাইকরেট ১৬৮.৫৫। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক ১৯ ছক্কা আজম খানের। তার থেকে বেশি (২১) ছক্কা হাঁকিয়েছেন কেবল খুশদিল শাহ।
২০১৬তে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক ম্যাচেই ২৬৫ রান করেছিলেন আজম খান।
ওই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটকে তিনি বলেন, ‘ওই ম্যাচের স্মৃতি এখনো তরতাজা আমার মনে। ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। মঈন খান একাডেমির হয়ে খেলেছিলাম আমি। আমাদের প্রতিপক্ষ দল ছিল করাচি হকস। ২০ ওভারের ম্যাচে ২৬৫ রান করি আমি। ২৯ ছক্কা ও ১২টি চার মেরেছিলাম। ওই ইনিংস আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে যে আমি কিছু একটা করে দেখাতে পারি।’
তবে ওভারওয়েট একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মঈন পুত্র আজম খানের জন্য। ৩০ কেজি ওজন কমানার পরও যথেষ্ট স্থুলকায় তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘শিগগিরই সে পিসিবি’র হাইপারফরম্যান্স দলে যুক্ত হবে। তখন বিশেষজ্ঞরা তার ফিটনেস নিয়ে কাজ করবে। সে আমাদের ভবিষ্যত তারকাদের একজন। তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা প্রয়োজন।’
Leave a Reply