

মানিকগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সর্বশেষ আপডেট মার্চ ২৬, ২০২১ ইং
মানিকগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিবস উপলক্ষে শুক্রবার সকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম এ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করার পর প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসক এস এম ফেরদৌস মানিকগঞ্জ বাসীর উদ্দেশ্যে বাণী পাঠ করেন। বাণী পাঠ শেষে প্যারেড সালাম গ্রহন করেন ও কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান করেন। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম), মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম মহিউদ্দিন প্রমুখ।
Leave a Reply