

দক্ষিন আফ্রিকায় বাংলাদেশি অপহরনকারী আটক
সর্বশেষ আপডেট আগস্ট ২২, ২০২০ ইং
আহসান হাবীব, দক্ষিন আফ্রিকা থেকে :
দক্ষিন আফ্রিকার ফ্রী স্টেইটের ভেলকম শহর থেকে বাংলাদেশি লোকজনের হাতে আটক হয় রবিন নামের এই বাংলাদেশি লোকটি।
অপহরণ করে মুক্তিপন আদায় সহ নানা অভিযোগ রয়েছে আটককৃত রবিনের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে,এই রবিন পাকিস্তানি কিছু লোকের সহযোগিতায় বিভিন্ন বাংলাদেশি ব্যবসায়ীকে কৌশলে অপহরণ করে বাংলাদেশে মুক্তিপণ আদায় করত।বেশ কিছুদিন ধরে এইভাবেই চলছিল মি: রবিনের জীবন।
কিন্ত বিধিবাম,আজ সকালে ভেলকমের একটি বাংলাদেশি রেষ্টুরেন্টে ঘুরাফিরা করার সময় বেশকয়েকজন বাংলাদেশি লোক তাকে এই ভাবে আটক করে।
Leave a Reply